চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সিঙ্গাপুরে আনুষ্ঠানিক সফর শেষ করেছেন। ২১ নভেম্বর রাতে তিনি বিশেষ বিমান যোগে পেইচিংয়ে ফিরে এসেছেন।
১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরের আমন্ত্রণে ওয়েন চিয়া পাও সেখানে সরকারী সফর করেন। এর পাশাপাশি তিনি ১১তম আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সম্মেলন ও চীন, জাপান , দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সম্মেলনে অংশ নেন। উল্লেখ্য, ওয়েন চিয়া পাও তৃতীয় পূর্ব-এশিয়া শীর্ষ সম্মেলন, অষ্টম চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সম্মেলনেও উপস্থিত ছিলেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি বিশেষ বিমানে বলেছেন, এবার ওয়েন চিয়া পাও বেশ কয়েকটি সম্মেলনে উপস্থিত থাকায় চীন ও আসিয়ানের পারস্পরিক আস্থা ও সহযোগিতা গভীর হয়েছে এবং উভয় পক্ষের জন্যেই কল্যাণ ত্বরান্বিত হয়েছে।(লিলু)
|