চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২২ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর গ্রীন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা উচিত। উল্টো শিল্পোন্নত দেশগুলো জোর করে নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপিয়ে দিতে পারে না।
সংবাদদাতাদের প্রশ্নোত্তরে লিউ চিয়ান ছাও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথভাবে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করা উচিত। নিঃসরণের পরিমাণ কমানোর দায়িত্ব পালনের ব্যাপারে চীন মনে করে, শিল্পোন্নত দেশগুলোই প্রথমে নিঃসরণের পরিমাণ কমানো উচিত। শিল্পোন্নত দেশগুলো উন্নয়নশীলদেশগুলোকে অর্থ ও প্রযুক্তি হস্তান্তর এবং নিঃসরণের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সাহায্য করা উচিত।
তিনি আরো বলেন, নিঃসরণ ক্ষেত্রে "কিয়োটো প্রটোকোল" ও "জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেশন" এই দুটি আন্তর্জাতিক চুক্তি মেনে চলতে হবে। এ দুটি চুক্তির গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হচ্ছে শিল্পোন্নত দেশ ও উন্নয়নশীল দেশের অভিন্ন ও আলাদা দায়িত্ব আছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|