পরিবার পরিকল্পনা নীতি চালু করার পর ৩০ বছরে চীনের পরিবার পরিকল্পনায় প্রনোদনা ব্যবস্থা প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৭ সালে ২৩ লাখ ৩০ হাজার মানুষ পরিবার পরিকল্পনা পুরস্কার ও সহায়ক নীতি থেকে লাভবান হয়েছেন ।
চীনের পরিবার পরিকল্পনায় প্রনোদনা ব্যবস্থায় রয়েছে কম সন্তান জন্ম দিলে পুরস্কার, দরিদ্র পরিবারকে সাহায্য, বিনা খরচে সেবা, সংশ্লিষ্ট নীতিকে অগ্রাধিকার দেয়া ও অবসরকালীন নিশ্চয়তা"। এই ব্যবস্থা সুসম্পন্ন করার জন্য ২০০৪ সাল থেকে চীনের কেন্দ্রীয় সরকার ২২০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে। সারা দেশে এ খাতে প্রায় ৪৫০ কোটি ইউয়ান রেনমিনপি ব্যয় হয়েছে। চীনের পরিবার পরিকল্পনায় প্রনোদনা ব্যবস্থার কারণে কৃষকরা পরিবার পরিকল্পণায় অংশ নিতে উত্সাহিত হচ্ছে এবং জনসংখ্যা ও আর্থ-সামাজিক সসন্বয়ের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|