চীনের পিপলস ডেইলি এক খবরে জানিয়েছে , বুধবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান বিজ্ঞান গবেষণাগারের একটি বিশেষ গ্রুপ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় , ২০০৬ সালে চীনে সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গঠনের হার ৬৯ শতাংশে দাঁড়িয়েছে । ২০০০ সালের পর গত বছর স্বচ্ছল সমাজ গঠনের গতি সবচেয়ে দ্রুত ছিল ।
২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গঠনের ধারায় স্পষ্ট যে , প্রতি বছরই স্বচ্ছল সমাজ গঠনের গতি বেড়েই চলেছে । এ প্রবণতা চলতে থাকলে ২০২০ সাল নাগাদ চীনে সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে ।
প্রতিবেদনে আরো বলা হয় , গত কয়েক বছরে স্বচ্ছল সমাজ গঠনের এ অনুকুল পরিস্থিতি থাকলেও অর্থনৈতিক বিকাশ , সামাজিক সম্প্রীতি , সামাজিক বিকাশ এবং পরিবেশ ও সম্পদের চাপসহ বিভিন্ন ক্ষেত্রে চীনে এখনো নানা ধরণের প্রকট সমস্যা বিরাজ করছে ।
|