২১ নভেম্বর নিউইয়ার্কে জাতি সংঘ ২০০৮ সালকে আন্তর্জাতিক পরিবেশ স্বাস্থ্য বর্ষ ঘোষণা করেছে। এদিন জাতি সংঘ আয়োজিত অনুষ্ঠানে মহা সচিব বান কি মুন বিশ্ব সম্প্রদায়কে সারা বিশ্বের পরিবেশ ও স্বাস্থ্য উন্নত করার জন্য আরও চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।
বান কি মুন বলেন, বতর্মানে পৃথিবীতে ২০০ কোটিরও বেশী লোক পরিবেশ সংরক্ষণ সুবিধা পাচ্ছে না। উন্নয়নশীল দেশগুলোতে ৯০ শতাংশের বেশী দূষিত পানি নিষ্কাশননিয়ন্ত্রণে আনা যায়নি। এর ফলে পানির উত্স দূষিত হয়ে পড়ে। অনুমান করা হচ্ছে, সারা পৃথিবীতে প্রত্যেক সপ্তাহেপ্রায় ৪০ হাজার মানুষ দূষিত পানিবাহিত রোগে মারা যায়।
জাতি সংঘের অর্থনীতি ও সমাজ বিষয়ক উপ মহা সচিব সা জু খাং বলেন, পরিবেশ স্বাস্থ্য হচ্ছে মানব জাতির মর্যাদা ও টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ২০০৮ সালকে আন্তর্জাতিক পরিবেশ ও স্বাস্থ্য বর্ষ হিসেবে ঘোষণার মাধ্যমে বিষয়টি আর্ন্তজাতিক আলোচ্য সূচীতে তুলে আনার জন্য জাতি সংঘ সাধারণ পরিষদ গুরুত্বপূর্ণ সুযোগ করে নিয়েছে।
|