|
![](/images/spacer.gif) |
(GMT+08:00)
2007-11-21 19:42:57
|
ইইউ গরীব দেশগুলোর সঙ্গে " বিশ্ব জল বায়ু পরিবর্তন ইউনিয়ন" প্রতিষ্ঠা করবে
cri
২০ নভেম্বর ইউরোপীয় ইউনিয়ানের পররাষ্ট্র মন্ত্রী পরিষদের অধিবেশনে গত সেপ্টেম্বরে ইইউ উত্থাপিত আইন প্রণয়ন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ইইউ ও জল বায়ু পরিবর্তনের শিকার গরীব ও উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণকারী " বিশ্ব জল বায়ু পরিবর্তন ইউনিয়ন" গড়ে তোলা হবে। একই দিন এই অধিবেশন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই ইউনিয়ন ইইউ ও গরীব দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং দুর্যোগ প্রতিরোধ ও নিরসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংলাপ ও পারষ্পরিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিবৃতিতে আরোবলা হয়, ইইউর পররাষ্ট্র মন্ত্রী পরিষদ অধিবেশনে ইইউর এই ইউনিয়নভুক্ত গরীব ও উন্নয়নশীল দেশগুলোকে ৫ কোটি ইউরো সাহায্যের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ সব দেশকে বিশ্ব জাবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কার্যকরভাবে সাহায্য দেয়ার জন্যে এ অধিবেশনে যথাশীঘ্রই গণ উন্নয়ন সহায়তা ঋণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
|
|
|