রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ২০ নভেম্বর মস্কোয় বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানি সম্পদ সহযোগিতার দুয়ার উন্মুক্ত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সহযোগিতা সমস্যায় দু'পক্ষের মধ্যে মতৈক্যে হওয়া সম্ভব।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, জ্বালানি সম্পদ সহযোগিতা ক্ষেত্রে চীন ও রাশিয়া মৌলিক সহযোগিতা প্রস্তাব স্বাক্ষর করেছে। এ সব প্রস্তাব কিভাবে বাস্তবায়ন করা হবে সেটাই এখনকার সমস্যা। এই প্রস্তাবের ভেতরে রাশিয়া থেকে চীনে তেল পাইপ লাইন স্থাপন, রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন চূড়ান্তকরণ এবং সরবরাহকৃত জ্বালানি সম্পদের মূল্য নির্ধারণ । তিনি মনে করেন, চলমান আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, দু'পক্ষ সংশ্লিষ্ট সমস্যায় মতৈক্যে পৌঁছতে পারবে।
তিনি আরো বলেন, রাশিয়া ও চীনের মধ্যে যে কোন বিশেষ সমস্যা দু'পক্ষ মিলে সমাধান করতে সক্ষম। বর্তমানে সব সমস্যা সুশৃংখলভাবে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে।--ওয়াং হাইমান
|