২২ নভেম্বর জাতিসংঘের শান্তি রক্ষা বিষয়ক উপ-মহাসচিব জাঁ মারিয়ে গুয়েহেননো বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের সাফল্যে চীন ইতিবাচক ভুমিকা পালন করেছে ।
সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাত্কালে গুয়েহেননো বলেন, গত ৫ বছরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে চীনা কর্মীর সংখ্যা অনেক বেড়েছে । বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চীনা শান্তি রক্ষীর সংখ্যা ১৮শ'য়েরও বেশি । চীনের অংশগ্রহণ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ । তিনি আশা করেন, আগামী কয়েক বছরে চীনা শান্তি রক্ষীর সংখ্যা আরও বাড়বে ।
১৯৯০ সালে চীন প্রথমবারের মত ৫জন সামরিক পর্যবেক্ষক পাঠিয়ে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশ নেয়ার পর থেকে এ পর্যন্ত চীনা শান্তি রক্ষীরা মোট ১৭টি মিশনে অংশ নিয়েছে এবং কর্মীর সংখ্যা মোট ৮১০০ পার্সন টাইমস ।
(ছাও ইয়ান হুয়া)
|