জাতিসংঘ মহাসচিব বান কি মুন ২০ নভেম্বর এক বিবৃতিতে "আসিয়ান সনদ" স্বাক্ষরকারী আসিয়ান দেশগুলোর নেতাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে আসিয়ান দেশগুলোর নেতারা মানবাধিকার ও গণতান্ত্রিক নীতি বাস্তবায়নের যৌথ ঘোষণা দিয়েছেন। এসব দেশের সহযোগিতা আরো বাড়ানো এবং একীকরণ বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ । বান কি মুন আরো বলেন, জাতিসংঘ আসিয়ানের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে সুযোগের সদ্ব্যবহার করে চ্যালেঞ্জ মোকাবিলা করতে আগ্রহী।(লিলু)
|