সংস্কার ও উন্মুক্তকরণের পর গত ৩০ বছরে দারিদ্র্য বিমোচনে চীন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে । সম্প্রতি চীন-আসিয়ান সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন ফোরামে ভাষণ দেয়ার সময় চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন কার্যালয়ের মহাপরিচালক ফান সিয়াও চিয়ান এ কথা বলেছেন ।
ফান সিয়াও চিয়ান বলেন , চীনের গ্রামাঞ্চলে দরিদ্রতম জনসংখ্যা ১৯৭৮ সালের ২৫ কোটি থেকে ২০০৬ সালের ২ কোটি ১৪ লাখ ৮০ হাজারে নেমে এসেছে । গত ৬ বছরে চীনের দরিদ্র জনসংখ্যা প্রতি বছর গড়ে সাড়ে ১৭ লাখ করে কমে আসছে ।
ফান সিয়াও চিয়ান জানান , গত কয়েক দশক ধরে চীন দারিদ্র্য বিমোচনে যে সাফল্য অর্জন করেছে , তা বিশ্বের দারিদ্র্য বিমোচনে ইতিবাচক অবদান রেখেছে ।
ফান সিয়াও চিয়ান বলেন , ভবিষ্যতেও চীন বিশ্বের দারিদ্র্য বিমোচনের কাজে তত্পর থাকবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংগঠনগুলোর সংগে সহযোগিতা জোরদার করবে ।
|