|
|
(GMT+08:00)
2007-11-21 17:19:32
|
চীনের জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নিঃসরন রোধসম্পর্কিত নীতি ধাপে ধাপে সম্পূর্ণ করা হবে
cri
" চীনের জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নিঃসরন রোধসম্পর্কিত ফোরাম" কিছু দিন আগে পেইচিংএ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ মহা সচিব শিয়ে জেন হুওয়া বলেছেন, চীন ধাপে ধাপে জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নিঃসরনের অনুকূল নীতি ও ব্যবস্থা সম্পূর্ণ করবে। ফোরামে তিনি বলেছিলেন, উত্পাদন শিল্প নীতির সঙ্গে ঋণ, ভূমি ও মূল্য নীতির সমন্বয় ও সহযোগিতা জোরদার করার জন্যে চীন উত্পাদন শিল্পের কাঠামো সম্পর্কিত পুনরদ্ধার সূচী সংশোধন করবে। যে সব শিল্পে অতিরিক্ত জ্বালানী ব্যয় এবং বিষাক্ত গ্যাস নিঃসৃত হয় সে সব শিল্প কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নিঃসরনের পরিমাণ কামানোর লক্ষ্য যাতে বাস্তবায়িত হয় সে জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগের ওপর কড়াকড়ি তদারকিও যাচাইয়ের ব্যবহা নেয়া হবে । অতিরিক্ত জ্বালানী ব্যয়কারী ও বিষাক্ত গ্যাস নিঃসরনকারী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার গতি কামানো হবে।
|
|
|