চীন সরকারের সংশ্লিষ্ট এক সূত্র থেকে জানা গেছে , চীন গ্রামাঞ্চলের পরিবেশ সংরক্ষণ কাজ আরও জোরদার করবে। এর লক্ষ্য হচ্ছে ২০১০ সাল নাগাদ চীনের গ্রামাঞ্চলের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা এবং পানীয় জলের উত্স স্থলের পরিবেশ কিছুটা উন্নত করা। চীন সরকারের সংশ্লিষ্ট এক সূত্র থেকে জানা গেছে
২০ নভেম্বর চীনের রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ প্রশাসন সহ কয়কটি বিভাগের প্রকাশিত একটি দলিলে জোর দিয়ে বলা হয়েছে , গ্রামাঞ্চলের পানীয় জলের উত্সস্থলের পরিবেশ সংরক্ষণ ও পানির গুণগতমান উন্নত করতে হবে । পানীয় জলের গুণগতমান নিশ্চিত করাকে গ্রামাঞ্চলের পরিবেশ সংরক্ষণের সর্বপ্রধান কাজ হিসেবে বিবেচনা করতে হবে। তা ছাড়া, গ্রামাঞ্চলে শিল্পজনিত দূষণ কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং গবাদিপশু ও অন্যান্য গ্রামীণ শিল্প থেকে সৃষ্ট দূষণের নিবারণ কাজ জোরদার করতে হবে।
দলিলে আরও বলা হয়েছে , চীনে গ্রামাঞ্চলের পরিবেশ পযর্বেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সারা দেশ ও অঞ্চলের পরিবেশের অবস্থা জানানো হবে।
|