বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ২০ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন, প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে বাংলাদেশ জাতীয় দুর্যোগের সম্মুখীন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
ফখরুদ্দিন বলেন, সরকার যথাসাধ্য ত্রাণ তত্পরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু সম্পদের সীমাবদ্ধতা থাকায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোন সাহায্যকে স্বাগত জানাবে। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে হাজার হাজার লোক নিহত হয়েছে এবং ৪০ লাখেরও বেশি লোক সহায়-সম্বলহীন হয়ে পড়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|