v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-20 21:06:31    
চার ঋতুর গান

cri

    বসন্তকালে চীনা লোকজনের দুরে কোথাও পিকনিক করা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগের অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে মার্চ মাসে বসন্তকাল শুরুর সঙ্গে সঙ্গে প্রকৃতির সবকিছু যেন পুনর্জীবন পায়। গাছপালা ও ঘাসের নতুন কুঁড়ি বের হয়। লোকজন গ্রামে বা পার্কে গিয়ে বসন্তকালীন এই রঙিন দৃশ্য উপভোগ করে আনন্দ পায়।

    এখন আপনারা পূর্ব চীনের শানতুং প্রদেশের লোকসংগীত শুনছেন। এ গানে বসন্তকালের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার দৃশ্য বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন: "মার্চ মাস আসছে ছিংমিং সমাধি পরিষ্কার করার উত্সব। এ সময় দুই বোন একসাথে বাইরে খেলতে যায়। তারা ঘুড়ি উড়ায়।"

    চীনের ভূখন্ড বিশাল আর চীনের লোকসংগীত অসংখ্য। এর মধ্যে ঋতু সম্পর্কিত অনেক শ্রেষ্ঠ লোকসংগীত বহু আগে থেকেই মুখে মুখে প্রচলিত রয়েছে এখন পর্যন্ত। এই গানগুলোয় শ্রমিকদের বুদ্ধিমত্তার ছাপ প্রতিফলিত হয়েছে। এর ভেতর দিয়ে জীবন ও প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসার কথা প্রকাশিত হয়েছে। চার ঋতুর বৈশিষ্ট্যময় রং-এ ভরা এই লোকসংগীতগুলো আমাদের সামনে চার ঋতুর অতুলনীয় সৌন্দর্যকে তুলে ধরেছে।

    "হুয়া আর" হচ্ছে উত্তর-পশ্চিম চীনের ছিংহাই, কানসু ও নিংসিয়া অঞ্চলে প্রচলিত এক ধরনের পাহাড়ী গান। এখন আপনারা "হুয়া আর ও যুবক" নামে ছিংহাই প্রদেশের একটি আনন্দময় সুরের লোকসংগীত শুনুন। গানে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মতই যুবক-যুবতীদের মিষ্টি প্রেমের গল্প বলা হয়েছে।

    গানের কথা এমন, "বসন্তকালে ড্যাফোডিল ফোটে। মেয়েরা গ্রামে বসন্তকালের রঙীন দৃশ্য দেখতে আসে। তারা ছোট ভাই-এর হাত ধরে এদিক ওদিক হেঁটে বেড়ায়। গ্রীষ্মকালে মেয়েদের মন উঠানামা হয়। এ সময় পেয়ারার ফুলও ফুটে, লাল রং আকীকের চেয়েও তা সুন্দর। ছোট ভাই, ঘুরে ঘুরে নিজের হাতে কিছু ফল সংগ্রহ করে।

    চীনারা বলেন, "বসন্তকালের ফুল, শরত্কালের ফল"। অর্থাত্ বসন্তকাল হচ্ছে বীজ বপণের পালা আর ফুল ফোটার সময়। শরত্কাল হচ্ছে উত্সবের মধ্য দিয়ে ফল ও ফসল তোলার ঋতু।

    শ্রোতাবন্ধুরা, এখন আপনারা দক্ষিণ চীনের চেনচিয়াং প্রদেশের লোকসংগীত "কমলা গ্রামের শরত্কালের দৃশ্য সবচেয়ে সুন্দর"। গানটিতে শরত্কালে দক্ষিণ চীনের কমলা গ্রামের ব্যাপক ফলনের দৃশ্য বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন, "শরত্কালের গানের সঙ্গে সঙ্গে দোলনা দুলছে। চার দিকে শুধু কমলা গাছ। দক্ষিণ চীনের কমলা বন এখন একেবারে হলুদ হয়ে আছে। কমলা গ্রামের শরত্কালের দৃশ্য সবচেয়ে সুন্দর।"

    চার ঋতুর মধ্যে শীতকাল হচ্ছে শেষ ঋতু ও নতুন বছরের প্রারম্ভিক ঋতু। শীতকালে যে ফুল ফোটে মানুষের হৃদয়ে শক্তি ও সাহস যোগায়। শীতকালের "তুষার ফুল" পৃথিবীকে পরিচ্ছন্ন করে তোলে। শীতকালে জানালায় যে কুলের সৃষ্টি হয় তা মানুষকে রূপকথার মতোই ভালোলাগার একটি পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে। এ সবই শীতকাল আমাদের জন্য অকুরন্ত উপহার। তা ছাড়া চীনাদের কাছে শীতকালের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চীনের ঐতিহ্যিক উত্সব --- বসন্ত উত্সবের হাতছানি। যেন সামনেই আনন্দের বার্তা।

    এখন আপনারা উত্তর-পূর্ব চীনের লোকসংগীত "নববর্ষের শুভেচ্ছা" শুনছেন। এ গানে বসন্ত উত্সবে চীনাদের আনন্দময় অনুভূতির কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা এমনঃ "জানুয়ারী মাস জুড়ে নববর্ষ। শিশুরা খুবই আনন্দিত। তারা নতুন কাপড় পড়তে ব্যস্ত। সবাই হাসিমুখে পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানায়।"

    সময় চলে যায়। ঋতুও বদলে যায়। এটাই প্রকৃতির নিয়ম। এই নিয়ম অনুসারে এ পৃথিবীর যেন নবজন্ম হয়। সব মানুষেরাই ঋতুর ছোঁয়ায় হৃদয়ে ভিন্ন স্বাদের ভিন্ন অনুভূতির উপভোগ করেন।

    শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষপ্রান্তে এসে আপনাদের পূর্ব চীনের শানতুং প্রদেশের একটি লোকসংগীত শোনাবো। গানের নাম "চার ঋতুর গান"। এই গানে বিভিন্ন ঋতুতে চীনের কৃষকদের শ্রম জীবনের কথা তুলে ধরা হয়েছে।(ইয়ু কুয়াং ইউয়ে)