এ বছরের প্রথম দশ মাসে মূলভূভাগ ও তাইওয়ানের মধ্যে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া সাংস্কৃতিক বিনিময়ের অধীনে ৪ শ' ৩০টি কর্মসূচী বাস্তবায়িত হয়েছে । চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন , এ বছর প্রণালীর দু পারের সাংস্কৃতিক বিনিময় উত্সব ও লোকশিল্প উত্সব সালফ্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে , এ সব বিনিময় অনুষ্ঠান প্রণালীর দু পারের সাংস্কৃতিক বিনিময়কে জোরদার করেছে । তাইওয়ানের চিত্রশিল্পী হুয়াং কুয়ান নান , টেরাকোটা শিল্পী লিউ মিন উ ও আলোকচিত্র শিল্পী খে সি চিয়ে এ বছর মূলভূভাগ তাদের একক প্রদর্শনী আয়োজন করেছেন । এ সব প্রদর্শনী দু' পারের সংস্কৃতি ক্ষেত্রেপারস্পরিক সমঝোতা বাড়াতে সাহায্য করেছে।
চীনের আধুনিক প্রচারপত্র প্রদর্শনী ম্যাকাওয়ে শুরু
চীনের আধুনিক প্রচারপত্র প্রদর্শনী ৩০শে অক্টোবর থেকে ম্যাকাওয়ের শিল্পকলা জাদুঘরে অনুষ্ঠিত হয় । এ প্রদর্শনীতে মূলভূভাগের সঙ্গে , তাইওয়ান , হংকং ও ম্যাকাওয়ের ৫০টি প্রচারপত্র প্রদর্শিত হয়েছে ।
জানা গেছে , গত বছর ম্যাকাওয়ের শিল্পকলা জাদুঘরের উদ্যোগে চীনের আধুনিক বিজ্ঞাপন ও প্রচারপত্র প্রদর্শনী চেক প্রজাতন্ত্রে প্রদর্শিত হয় । এ প্রদর্শনীতে চীনের মূলভূভাগ , তাইওয়ান , হংকং ও ম্যাকাওয়ের ২৩জন ডিজাইনারের প্রচারপত্র প্রদর্শন করা হয়েছে। এ প্রদর্শনী স্থানীয় ডিজাইনারদের প্রশংসা পেয়েছে । আরো বেশী দর্শক যাতে এ সব প্রচারপত্র উপভোগ করতে পারেন , ম্যাকাও শিল্পকলা জাদুঘর প্রদর্শনী থেকে ৫০টি প্রচারপত্র বেছে নিয়ে ম্যাকাওয়ে প্রচারপত্র প্রদর্শনীর আয়োজন করেছে ।
সাংহাই বিশ্বমেলার সংগীত সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে চলছে
২০১০ সালের সাংহাই বিশ্বমেলার সংগীত সংগ্রহের কাজ সুষ্ঠু ভাবে চলছে । ৩১শে অক্টোবর পর্যন্ত সাংহাই বিশ্ব মেলার সাংগঠনিক কমিটি মোট ৬ শ'টি সংগীত সংগ্রহ করেছে ।
এ বছরের এপ্রিল মাসে সাংহাই বিশ্ব মেলার সাংগঠনিক কমিটি সারা বিশ্বে ২০১০ সালের সাংহাই বিশ্বমেলার সংগীত সংগ্রহ সম্পর্কিত একটি প্রচারপত্র বিলি করে । এ পত্রে সারা বিশ্ব থেকে সাংহাই বিশ্ব মেলার জন্য সংগীত ও সেচ্ছাসেবকের গান সংগ্রহের কথা জানানো হয়েছে । পত্র বিলির পর গত ৭ মাসে সাংগঠনিক কমিটি বিশ্বের বিভিন্ন দেশের নামকরা সংগীতবিদদের বহু সংগীত পেয়েছে । জানা গেছে , সংগীত সংগ্রহ কর্মসূচী ২০০৯ সালের জানুয়ারী মাস পর্যন্ত চলবে ।
|