বাংলাদের রাজশাহী জেলার শ্রোতা মো: মঞ্জুরুল আলম রিপন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন মিয়মিত শ্রোতা। আমি দশম শ্রেণীর ছাত্র। পড়াশুনায় সব সময় ব্যস্ত। কিন্তু অবসর সময়ে আমি রেডিও শুনতে পছন্দ করি। কারণ ছোট বেলা থেকে রেডিও শোনা আমার একটি শখ। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমার বাবা-মা ছাড়া পরিবারের সকল সদস্য আপনাদের শ্রোতা। আমার দুই বড় ভাই ও এক ছোট বন আছে। তারাও মাঝে মাঝে আমার সঙ্গে আপনাদের অনুষ্ঠান শুনে থাকে। তবে কেবল আমি আপনাদের অনুষ্ঠানের ভক্ত শ্রোতা। চাওয়া-পাওয়া, চীন ভাষা শিখা, মিতালী অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আশা করি আমার এই চিঠি শুনিবারের মিতালী অনুষ্ঠানে পড়া হবে। প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্যে। আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। নিয়মিত আপনার চিঠি পেয়ে থাকি। এর আগে আপনার চিঠি আমাদের এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। আপনার এবারের আশা আবার বাস্তবায়িত হয়েছে। আপনি কি এখন রেকডিও-এর পাশে বসে আছেন? আশা করি আপনি এখন আমাদের এই মিতালী অনুষ্ঠান শুনছেন। নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কোন প্রশ্ন থাকলে চিঠিতে আমাদের জানাবেন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেয়া হয়। মুখোমুখি ও মিতালী শ্রোতাদের নিজস্ব অনুষ্ঠান। তাই এ দু'টো অনুষ্ঠানের দিকে আপনারা বিশেষ নজর রাখবে বলে আমি আশা করি।
বগুড়া জেলার শ্রোতা মো: নাসির খান তাঁর চিঠিতে লিখেছেন, আমি জেলার শিক্ষা বোর্ডে চাকরি করি। দীর্ঘকাল ধরে আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা ও ইংরেজ অনুষ্ঠান শুনি। আপনার অনুষ্ঠান আমার ভাল লাগে। কিন্তু এ সব অনুষ্ঠানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হলো, চীন ভাষা শিখা, মুখোমুখি ও চাওয়া-পাওয়া। চীনা ভাষা শিখা আমার বড় আগ্রহ। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক কিছু চীনা বাক্য শিখে ফেলেছি। কিন্তু জানি না আমার উচ্চারণ ঠিক কি না। রেডিও-এর মাধ্যমে একটি বিদেশী ভাষা শিখা সহজ কাজ নয়। অবশ্যই আমি অনেক চেষ্টা করেছি চীনা ভাষা শিখার জন্যে। আশা করি আমি ভবিষ্যত এক দিন চীনে চীনা শিখতে পারবো। এখন একটি প্রশ্ন। আপনার অনুষ্ঠানে কেন ক্রীড়া খবর খুব কম ? আশা করি আমার এই প্রশ্নের উত্তর দেবেন। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হবে বলে আমি আশা করি। শ্রোতা বন্ধুরা, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্যে। আপনার চিঠি পড়ে আমি মুগ্ধ হয়েছি। আপনি সত্যই আমাদের একজন ভক্ত শ্রোতা । আপনার মতো শ্রোতা পেয়ে আমাদের সুভাগ্য। আপনার কথা ঠিক যে, একটি বিদেশী ভাষা শিখলে সহজ কাজ নয় বিশেষ করে রেডিও-এর মাধ্যমে। কিন্তু আপনি কষ্ট করে আমাদের চীনা ভাষা শিখার অনুষ্ঠানের মাধ্যমে চীনা ভাষা শিখছেন। সত্যই প্রশংসণীয় ব্যাপার। আপনি জানি কি না যে বাংলাদের ইস্ট-উয়েস্ট ইনস্টিটিউটে একটি কনফুসিয়াস ইনস্টিটিউট আছে। সেখানে চীনা ভাষা পড়ানো হয়। আমার মতে আপনি এ ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন। চীনা ভাষা শিখার ব্যাপারে তারা অবশ্যই আপনাকে পরামর্শ ও সাহায্য দিতে পারবে। এখন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে এর আগে অনেক শ্রোতা একই প্রশ্ন করেছেন। ব্যাপার এই যে , আমরা প্রত্যেক দিন সি আর আই-এর তথ্য কেন্দ্রের পাঠানো খবর অনুযায়ী আমাদের অনুষ্ঠান তৈরী করি। তারা আমাদের জন্যে দৈনন্দিন খবর , প্রতিবেদন ইত্যাদি সরবরাহ করে থাকে। আমাদের নিজের ইচ্ছা মতো প্রায় কিছু করতে পারি না। এর জন্য দুঃখিত। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত বা পরামর্শ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব।
কুষ্টিয়া জেলার শ্রোতা এইচ এম জাকারির তাঁর চিঠিতে লিখেছেন। আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। অবসর সময় থাকলে আমি কখনও আপনাদের অনুষ্ঠান শুনতে মিস করি না। যদি রাতের অনুষ্ঠান মিস করি তাহলে পরের দিন সকালের অনু্ষ্ঠান শুনি। এক কথায় আমি আপনাদের অনুষ্ঠা পছন্দ করি। কারণ কয়েকটি বিদেশী বেতারের মধ্যে কেবল চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান চীনারা নিজেই উপস্থাপন করেন। এটা আশ্চর্য ব্যাপার। সুতরাং আপনাদের অনুষ্ঠান শুনতে খুবই ভাল লাগে। পড়ার ভঙ্গী অন্য রকম হলেও , কোন কোন শব্দের উচ্চারণ ঠিক না হলেও আমার মতে যথেষ্ট ভাল হয়েছে। কারণ বাংলা ভাষা একটি কঠিন ভাষা। নিঃসন্দেহে আমাদের বাংলা ভাষা শিখার জন্যে আপনারা অনেক কষ্ট করেছেন। আপনাদের অনুষ্ঠানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হলো, চলু বেড়িয়ে আসি । কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। আমি মনে করি, মাঝে মাঝে এই অনুষ্ঠান আমাকে চীনের কোন একটি সুন্দর জায়গায় নিয়ে গেছে । আমি এই অনুষ্ঠান শুনতে খুব ভাল লাগে। অবশ্যই অন্যান্য অনুষ্ঠানও মন্ড নয়। আশা করি, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে, এটা আমার প্রত্যাশা। শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্যে। আমাদরে অনুষ্ঠান সম্পর্কে আপনি অনেক সুন্দর কথা বলেছেন। শুনতে সত্যই মুগ্ধ হয়েছি। আসলে আমাদের অনুষ্ঠান উন্নত করার অনেক অবকাশ আছে। আমাদের কাজ উন্নত করার অনেক অবকাশ আছে। ভবিষ্যতে আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্যভাবে প্রচেস্টা করবো। যাতে শ্রোতাদের আশাহত না করে। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।
|