v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-20 20:02:57    
সিংগাপুর জাতীয় ইউনিভার্সিটিতেওয়েন চিয়াপাওয়ের বক্তৃতা

cri

    সিংগাপুর সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১৯ নভেম্বর বিকেলে সিংগাপুর জাতীয় ইউনিভার্সিটিতে " সুসঙ্গত উন্মুক্তকরণেদেশ শক্তিশালী হতে পারে" শিরোনামে একটি বক্তৃতা দিয়েছেন । বক্তৃতায় তিনি জোর দিয়ে বলেন , চীন দৃঢ়তার সঙ্গে উন্মুক্তকরণের নীতি চালু অব্যাহত রাখবে এবং উন্মুক্তকরণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা করবে । তার বক্তৃতা উপস্থিত শ্রোতা ও দর্শকের মধ্যে বিপুল সাড়া ফেলে দেয় । সিংগাপুরের রাজনীতি, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চীনের প্রধানমন্ত্রীকে একের পর প্রশ্ন করে এ বিষয়ে পরিস্কার দারণা পেতে চেয়েছেন ।

    এই দিন সিংগাপুর জাতীয় ইউনিভার্সিটির শিক্ষকও ছাত্রদের প্রতিনিধি, সিংগাপুরের রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণব্যক্তিসহ প্রায় ১৬০০ লোক চীনের প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনার জন্য সিংগাপুর জাতীয় ইউনিভার্সিটিরসাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত ছিলেন । সিংগাপুরের মন্ত্রিসভারপ্রবীণ উপদেষ্টা লে কুয়েন ইয়ো ও উপপ্রধানমন্ত্রী ওয়োং কান সেংও উপস্থিতছিলেন ।

    বক্তৃতায় ওয়েন চিয়াপাও বলেন , উন্মুক্তকরণ আমাদের মৌলিক রাষ্ট্রীয় নীতি , সাময়িক নীতি নয় । আমরা শুধু শিল্পোন্নত দেশগুলোর জন্য নয় উন্নয়নশীল দেশগুলোর জন্যও উন্মুক্ত হব । যেমন অর্থনীতি তেমনি বিজ্ঞান ও প্রযুক্তি , শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রও উন্মুক্ত থাকবে । উন্মুক্তকরণ শুধু চীনের উন্নয়নের পক্ষে নয় বরং বিশ্বউন্নয়নের পক্ষেও সহায়ক হবে । বিদেশের আর্থিক, কারিগরি ও ব্যাপস্থাপনার অভিজ্ঞতা গ্রহণ করে চীন উত্পাদন উন্নয়নের মান উন্নত করবে এবং বহির্বিশ্বএ থেকে লাভ ও বাজার পাবে ।

    প্রধানমন্ত্রীওয়েন চিয়াপাও বলেন , চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের পর চীন আগের মতোই অটলভাবে বহির্বিশ্বের জন্য উন্মুক্তকরণ নীতি অব্যাহত রাখবে তিনি রেনমিনপির বিনিময় হার , খাদ্য ও উত্পাদনের নিরাপত্তা, মেধাস্বত্তাধিকার রক্ষা সহ নানা সমস্যার কথা উল্লেখ করেন । তিনি বলেন , আমরা অবাধ বাণিজ্যের পক্ষে এবং রক্ষণশীল বাণিজ্যের বিরুদ্ধে। আমরা অব্যাহতভাবে রেনমিনপির বিনিময় ব্যবস্থা পরিপূর্ণ করব এবং ধাপেধাপে পুঁজি প্রকল্পের বিনিময় বাস্তবায়িত করব । আমরা পণ্যদ্রব্যের গুণগতমান ও খাদ্যের নিরাপত্তার ওপর অত্যন্তগুরুত্ব দিচ্ছি, দেশবিদেশের ব্যবহারকারীদের জন্য আমাদের দায়িত্ব রয়েছে । আমরা বিভিন্ন দেশের মেধাস্বত্ব অধিকারের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক ।

    ওয়েন চিয়াপাও আরও বলেন , সুসঙ্গত উন্মুক্তকরণ চীন এবং সিংগাপুরের অভিন্ন বৈশিষ্ট্য । তাই দুদেশের সহযোগিতা দ্রুত বেড়ে চলেছে । চীন দুদেশের সম্পর্ক উন্নয়নের ভবিষ্যত সম্পর্কে আস্থাবান ।

    ওয়েন চিয়াপাওয়ের বক্তৃতা শুনে মিঃ ছাই সঙ্গেসঙ্গে জিজ্ঞেস করেন , কেউকেউ বলছেন , চীন বিশ্বের কারখানা । আপনি বলুন , উন্নয়ন ও পরিবেশ রক্ষার ভারসাম্যচীন কিভাবে রক্ষা করবে ? উত্তরে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেন , চীনের শিল্প উন্নয়ন অতি দ্রুত হয়েছে বটে, কিন্তু চীনকে বিশ্বের কারখানা বলা যায় না । কারণ তৈরী শিল্পে আমাদের উন্নত মানের পণ্যেরঅনুপাত তেমন বড় নয় । চীনের তৈরী পণ্য চীনা জনগণ এবং বিপুলপরিমাণে বিশ্ববাসীকে সরবরাহ করা হয়েছে । আপনি যে দূষণ সমস্যার কথা উল্লেখ করেছেন চীনে তা সত্যিই বিদ্যমান । চীনে দ্রুত বিকাশের এই পর্যায়ে এর ওপর আমাদের গুরুত্ব দিতে হবে । আমি সবাইকে জানাতে চাই , এ বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে আমাদের ইউনিট জিডিপিতে জ্বালানী সম্পদের ব্যয় ১.৮ শতাংশ কমেছে । দূষিত পদার্থের নিঃসরণ ০.২৮ শতাংশ কমেছে । আমি বিশ্বাস করি , আমরা এ বিষয়ে দৃঢ় থাকলে চীনের উন্নয়নের সঙ্গেসঙ্গে দূষণ কমে যাবে । চীন অবশ্যই একটি নীল আকাশ ও সাদা মেঘের চীন হবে ।

    সিংগাপুরের প্রবীণ উপদেষ্টা লে কুয়েন ইয়োবলেন , চীনের অর্থনীতিতে উঠা-নামা থাকলেও চীন বিশ্বের একটি শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হবে বলে আমরা একান্ত আশাবাদী । পরের ৫০ বছরে চীন বিশ্বে অর্থনৈতিক দিক থেকে বড় দেশে পরিণত হবে । চীনের অর্থনীতির উত্থানবিশ্বের অর্থনীতির ওপর সুগভীর প্রভাব বিস্তার করবে । এটা শুধু এশিয়ার জন্য নয় বিশেষভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্যও কল্যাণ বয়ে আনবে ।---চুং শাওলি