আন্তর্জাতিক মধ্য প্রাচ্য শান্তি সম্মেলনে অংশ নেয়ার আগে ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ১৯ নভেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শেষ সাক্ষাত্ করেছেন।
এবারের সাক্ষাত্ দুই নেতা দু'ঘন্টা ধরে বৈঠক করেছেন। বৈঠকের পর ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, যৌথ প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রে দু'পক্ষের বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। এদিন সন্ধ্যায় এ বিষয়ে ইসরাইল ও ফিলিস্তিনের আলোচক প্রতিনিধিরা অব্যাহতভাবে আলোচনা ও পরামর্শ করবেন।
জানা গেছে, মধ্য প্রাচ্য শান্তি সম্মেলনের আগেই আটক থাকা কিছু কিছু ফিলিস্তিনী বন্দীকে মুক্তি দেয়ার জন্য ওলমার্ট যে প্রস্তাব পেশ করেছেন , তা ১৯ নভেম্বর ইসরাইলের মন্ত্রী সভার অনুমোদন পেয়েছে। তিনি মন্ত্রীসভা বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল ইহুদী বসতি স্থাপন বন্ধ করবে এবং সরকারের অনুমোদন ছাড়া, বসতি নির্মাণ অবৈধ ঘোষণা করবে।
তিনি আরো বলেন, অ্যানাপোলিস সম্মেলনের পর , ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি আলোচনা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। আলোচনার মূল বিষয় থাকবে দু'পক্ষের সংঘর্ষ নিরসন এবং মৌলিক সমস্যা সংক্রান্ত দু'দেশের প্রস্তাব । --ওয়াং হাইমান
|