v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-20 19:45:45    
পূর্ব এশিয়ার নেতৃবৃন্দের বেশ কিছু সম্মেলনে ওয়েন চিয়া পাও-এর উপস্থিতি

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২০ নভেম্বর সিঙ্গাপুরে ১১তম আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সম্মেলন ও চীন, জাপান , দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সম্মেলনে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

    ১১তম আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সম্মেলন ২০ নভেম্বর বিকালে শুরু হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সম্মেলনে ওয়েন চিয়া পাও আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতার অভিজ্ঞতা বর্ণণা করবেন এবং বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা গভীর করার বিষয়ে মত বিনিময় করবেন।

    এদিন সকালে ওয়েন চিয়া পাও রোহ মু হিউন, ইয়াসুয়ো ফুকুদার সঙ্গে অষ্টম চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা পরিবেশ সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং তরুণ প্রজন্মের বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করেছেন।

    ওয়েন চিয়া পাও রোহ মু হিউনের সঙ্গে বৈঠকে বলেছেন, দু'পক্ষ সহযোগিতা ও বিনিময় বাড়াতে ইচ্ছুক। দু'পক্ষ সহযোগিতার মাধ্যমে কোরিয় উপদ্বীপ পরমাণু অস্ত্রমুক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত এবং উত্তরপূর্ব এশিয়ায় শান্তিপূর্ণ ব্যবস্থা গড়ে তুলতে ইচ্ছুক।

    ইয়াসুয়ো ফুকুদার সঙ্গেবৈঠকে ওয়েন চিয়া পাও বলেছেন, চীন ও জাপানের সম্পর্ক বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। দু'পক্ষের যৌথ প্রচেষ্টার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। ফুকুদা বলেন, পরবর্তীতে জাপান ও চীনের প্রধান কর্তব্য হচ্ছে দু'দেশের কৌশলগত পারস্পরিক কল্যাণ সম্পর্ক ত্বরান্বিত করা। ফুকুদা আশা করেন, চলতি বছর বা আগামী বছরের প্রথম দিকে তিনি চীন সফর করবেন।(লিলু)