১৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা নিউইয়র্কে আর্থিক বিষয়ে দু'দিনব্যাপী দ্বিপক্ষীয় সংলাপ শুরু করেছেন।
এদিন মার্কিন প্রতিনিধি দলের নেতা, সহকারী অর্থমন্ত্রীর সহযোগী ড্যানিয়েল গ্রেসার বলেছেন, বৈঠকের লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সম্পর্কে জানতে সাহায্য দেয়া এবং দেশটিকে এই ব্যবস্থায় অনুর্ভুক্ত হওয়ার জন্য কিকি পদক্ষেপ নেয়া উচিত। সেই ব্যাপারে পরামর্শ দেওয়া।
২০০৫ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ম্যাকাও-এর বানকো ডেলটা এশিয়া ব্যাংকের মাধ্যমে উত্তর কোরিয়ার অবৈধ টাকা বৈধ করার ঘটনায় উত্তর কোরিয়ার তীব্র নিন্দা জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলো এই ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দেয়। এরপর ব্যাংকটির সঙ্গে উত্তর কোরিয়ার লেনদেনও বন্ধ হয়। চলতি বছরের জুন মাসে উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক বিরোধের অবসান ঘটে। (লিলু)
|