২০ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত চীনের ছাংও-১ উপগ্রহ ১৫৮ বার চাঁদের কক্ষপথে ঘুরেছে।এখন উপগ্রহটি স্বাভাবিকভাবে কাজ করছে
চীনের জাতীয় মহাকাশ ব্যুরোর মুখপাত্র ফেই চাও ইয়ু ২০ নভেম্বর পেইচিংয়ে বলেন, এখন ছাংও-১ উপগ্রহের বহন করা এককালীন বৈদ্যুতিক উত্স, উপাত্ত ভান্ডার ও টেলিযোগাযোগ লাইনসহ নানা সাজসরঞ্জাম খুলে দেওয়া হয়েছে। পরবর্তী কয়েক দিনে এই সাজসরঞ্জামগুলো পরীক্ষা করে দেখা হবে, যাতে বৈঞ্জানিক অনুসন্ধান যন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে এবং নির্ভরযোগ্য উপাত্ত পাঠাতে পারে।(ইয়ু কুয়াং ইউয়ে)
|