v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-20 19:04:55    
 ১১তম আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ সম্মেলন সিংগাপুরে শুরু

cri
    ১১তম আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ সম্মেলন ২০ নভেম্বর সিংগাপুরে শুরু হয়েছে । আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং সম্মেলনে সভাপতিত্ব করেন । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্মেলনে উপস্থিত ছিলেন ।

    ওয়েন চিয়াপাও "১০+৩" সহযোগিতা জোরদার করার ব্যাপারে চীনের মতামত পেশ করেছেন । তিনি বলেন, ১০+৩-এর বিভিন্ন দেশের উচিত পরস্পরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা, বিভিন্ন দেশের সামাজিক ব্যবস্থা ও উন্নয়নের পদ্ধতিকে সম্মানের চোখে দেখা, প্রতিবেশী দেশগুলোর উন্নয়নকে হুমকি হিসেবে না দেখে স্বদেশের উন্নয়নের সুযোগ হিসেবে দেখা , অভিন্ন স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখে সম্মিলিত উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করা, পূর্ব এশিয়ার অর্থনৈতিক সমাজের সার্বিক সমন্বয় বাস্তবায়ন করা, পূর্ব এশিয়ার বহুমুখিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ সহযোগিতা পদ্ধতি খুঁজে বের করা এবং পরস্পরের পরিপূরক হিসেবে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের উন্নয়ন বাস্তবায়ন করা ।

    সম্মেলনে দ্বিতীয় 'পূর্ব এশিয়া সহযোগিতার যৌথ বিবৃতি' এবং ১০+৩ সহযোগিতা পরিকল্পনা গৃহীত হয়েছে । দু'টি চুক্তিতে 'জাতিসংঘ সনদ' এবং 'দক্ষিণপূর্ব এশিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির' মর্ম ও চিন্তাধারা পুনরায় ঘোষণা করা হয় । আঞ্চলিক সহযোগিতায় আসিয়ানের শীর্ষ ভূমিকা ও ১০+৩-এ আসিয়ানের প্রাধান্যজোরদার এবং রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানী সম্পদ, টেকসই উন্নয়ন, সমাজ ও সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে সার্বিক সহযোগিতার দায়িত্ব নির্ধারণ করা হয় ।

    (ছাও ইয়ান হুয়া)