v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-20 18:37:13    
আসন্ন মধ্য প্রাচ্য শান্তি সম্মেলন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া

cri
    আরব লীগ , ইউরোপীয় ইউনিয়ন , যুক্তরাষ্ট্র, মিসর এবং ব্রিটেন ১৯ নভেম্বর পৃথক পৃথকভাবে বলেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মধ্য প্রাচ্য শান্তি সম্মেলনের ওপর তাদের সজাগ দৃষ্টি রয়েছে।

    আরব লীগের মহাসচিব আমর মুসা বলেন, এবারের সম্মেলন আয়োজনের আগেই জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলের ইহুদী বসতি স্থাপন বন্ধ করা একটি সঠিক পদক্ষেপ। তিনি বলেন, আরব দেশগুলো এবারের সম্মেলনকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছে।

    ই ইউ'র পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ই ইউ আশা করে , স্বাধীন এবং গণতান্ত্রিক ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠার জন্য এবারের মধ্য প্রাচ্য শান্তি সম্মেলনে একটি চূড়ান্ত প্রস্তাব খুঁজে বের করা হবে। ই ইউ'র পররাষ্ট্র মন্ত্রীরা আরব দেশগুলোকে অব্যাহতভাবে মধ্য প্রাচ্য শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে এসেছেন।

    মার্কিন মুখপাত্র শন ম্যাককর্ম্যাক বলেন, আন্তর্জাতিক মধ্য প্রাচ্য শান্তিসম্মেলনের মধ্য দিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্র আস্থাশীল। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এর ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করবে বলেও যুক্তরাষ্ট্র আশাবাদী।

    মিসরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আবুল ঘেইট এদিন সফররত ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, ইসরাইল যে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল ইহুদী বসতি স্থাপনে বন্ধ করার ঘোষণা দিয়েছে। তা মধ্য প্রাচ্য শান্তি সম্মেলন আয়োজনের জন্য সহায়ক হবে।

    মিলিব্যান্ড বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত এবারের সম্মেলনে অংশ নেয়া। তিনি মনে করেন, একটি স্বাধীন ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা সংক্রান্ত সমস্যা নিরসনে এবারের সম্মেলনে বেশ কিছু অগ্রগতি হবে।--ওয়াং হাইমান