১৯ নভেম্বর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন বাহিনী পাকিস্তানের সংখ্যালঘু জাতি অঞ্চলের 'সীমান্তে মোতায়েন সেনাবাহিনীকে' প্রশিক্ষণ ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে । এ অঞ্চলের আল কায়েদা ও সশস্ত্র তালিবান জঙ্গীদের ওপর আঘাত হানার লক্ষ্যে মার্কিন বাহিনী এ উদ্যোগ নেয়।
পেনটাগনের মুখপাত্র জিওপ মোরেল সংবাদমাধ্যমকে জানান, মার্কিন বিশেষ অপারেশন কমান্ড এখন এ পরিকল্পনা ও এর সঙ্গে সম্পর্কিত ধারাবাহিক পরিকল্পনার প্রণয়নে কাজ করে যাচ্ছে । যুক্তরাষ্ট্র-পাকিস্তান সন্ত্রাসদমন সহযোগিতা এবং পাকিস্তানের সামরিক শক্তিকে জোরদার করার জন্য এ পরিকল্পনা নেওয়া হচ্ছে । তবে কমান্ড এখন্য এই পরিকল্পনা উচ্চপর্যায়ে উপস্থাপন করে নি ।
পাকিস্তানের সীমান্ত বাহিনীর প্রধান দায়িত্ব হল স্থানীয় সমাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আফগানিস্তানের সঙ্গে সংলগ্ন অঞ্চল পর্যবেক্ষণে রাখা । ইরাকের আনবার প্রদেশে সংখ্যালঘু সশস্ত্র যোদ্ধাদেরকে মার্কিন বাহিনী প্রশিক্ষণ দেয়ার পর তারা সফলভাবে আল কায়েদা জঙ্গীদের ওপর আঘাত হানতে সক্ষম হয় । তাই ঐ অভিজ্ঞতা থেকেই মার্কিন বাহিনী পাকিস্তান সীমান্তে মোতায়েন সেনাবাহিনীকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|