চীনের কৃষিমন্ত্রী সুন চেংছাই ১৯ নভেম্বর রোমে অনুষ্ঠিত জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ৩৪ তম সম্মেলনে এক ভাষণে খাদ্যশস্য ও জৈব জ্বালানী উন্নয়নের ক্ষেত্রে চীনের নীতিমালা ব্যাখ্যা করেছেন।
সুন চেংছাই বলছেন, ১৩০ কোটি লোকসংখ্যাসম্পন্ন একটি উন্নয়নমুখী দেশ হিসেবে চীন বরাবরই খাদ্যশস্য ও কৃষি উন্নয়নের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কৃষি ও গ্রামাঞ্চলের অর্থনীতির সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। জৈব জ্বালানী উন্নয়নে চীন সরকার ভূট্টা ও খাদ্যশস্যের নির্যাস দিয়ে জৈব জ্বালানী উত্পাদনের বিষয়টিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।
তিনি উন্নত দেশগুলোকে আরো কার্যকর ব্যবস্থা নিয়ে খাদ্যশস্যের নিরাপত্তা ও কৃষি উন্নয়ন ক্ষেত্রে উন্নয়নমুখী দেশগুলোকে সাহায্য দেয়ার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ফলে সম্মিলিতভাবে ২০১৫ সালের মধ্যে বিশ্বের ক্ষুধা ও পুষ্টিহীনতায় ভোগা জনগণের সংখ্যা অর্ধেক কমানোর লক্ষ্যমাত্রা বাস্তাবায়িত হবে। (লিলি)
|