১৯ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরমাণু অস্ত্রের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র গোপনে গুপ্তভাবে পাকিস্তানকে সাহায্য করা সম্পর্কিত মার্কিন "দি নিউইয়র্ক টাইমসের" প্রকাশিত খবরকে অস্বীকার করেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র ১৯ নভেম্বর জানিয়েছেন, পাকিস্তান পরমাণু নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণ ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর কাছ থেকে শেখার চেষ্টা করছে, দি নিউইয়র্ক টাইমস তাকে বিকৃতি করে খবর প্রকাশ করেছে। দায়িত্বপূর্ণ পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান বরাবরই পরমাণু আস্ত্রের নিরাপত্তার উপর গভীরভাবে লক্ষ্য রাখছে। পাকিস্তানের নিজের ও বহুপক্ষীয় সুনিশ্চিতকরণ ব্যবস্থা রয়েছে।
তিনি আরো বলেন, পরমাণু অস্ত্রের নিরাপত্তা সুনিশ্চিত করা সকল জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও নিয়ন্ত্রণ জোরদারের জন্য মৌলিক প্রশিক্ষণসহ দু'পক্ষের কাছে গ্রহণযোগ্য সহযোগিতা চালাচ্ছে। এই সহযোগিতা হচ্ছে একটি উন্মুক্ত প্রকল্প। (লিলি)
|