v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-19 21:16:08    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১১/১৯

cri

    সকল চীনা কাছে সাইকেল অতি চেনা একটি জিনিস। দীর্ঘদিন ধরে সাইকেল ছিল চীনাদের প্রধান বাহন। তবে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং অবিরাম শহরের আয়তন সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বাহন হিসেবে সাইকেলের প্রতাপ আস্তে আস্তে কমে যাচ্ছে। সাইকেলের পরিবর্তে বিভিন্ন শহরে দ্রুতগামী ছোট মোটর গাড়ীর সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক ব্যক্তিগত মোটর গাড়ী শহরগুলোতে যানজট ও পরিবেশ দূষণ বয়ে এনেছে। এ অবস্থার প্রেক্ষাপটে সবুজ চলাফেরা আবার চীনের কোন কোন শহরে কিছু লোকের জীবনে একটি নতুন উপায়ে পরিণত হয়েছে। ২১ নভেম্বর সমাজ দর্পন আসরে শি চিং উ আপনাদের "সাইকেলের ওপর চীনাদের অনুবূতি" শিরোনামে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

    দক্ষিণ-পশ্চিম চীনের ইউয়ান নান প্রদেশের তে হোং অঞ্চলে তে আং নামে একটি জাতি বসবাস করে। তারা যুগ যুগ ধরে চা চাষ করে আসছে। তে আং জাতি হচ্ছে স্থানীয় অধিবাসীদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম জাতির অন্যতম। তেন আং জাতি দীর্ঘকাল ধরে পার্বত্য এলাকায় বাস করছে। তারা নিজেদেরকে চায়ের বংশধর বলে থাকে। তাদের লিখিত কোন ভাষা নেই। তে আং জাতির জনসংখ্যা ২০ হাজারেও একটু কম। ২১ নভেম্বর ওরা অনন্য আসরে থান ইয়াও খাং আপনাদের এ প্রাচীন সংখ্যালঘু জাতি সম্পর্কে কিছু বলবেন।

    চীনে অনেক সুন্দর প্রাকৃতিক পর্যটন স্থান আছে। দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের সিয়াংগোলিলা জেলায় অবস্থিত পুদাছো জাতীয় পার্ক হচ্ছে এর মধ্যে একটি। পুদাছো জাতীয় পার্ক হচ্ছে চীনের মূলভূভাগের প্রথম জাতীয় পার্ক। এর আয়তন প্রায় ২০০০ বর্গকিলোমিটার। পার্কে স্বচ্ছ হ্রদ, অশেষ বন, বিস্তীর্ণ তৃণভূমি ও অসংখ্যা প্রাণী ও উদ্ভিদ রয়েছে। ২২ নভেম্বর চলুন বেড়িয়ে আসি আসরে ছাও ইয়ান হুয়া ও আবাম ছালাউদ্দিন আপনাদের এই জাতীয় পার্কের সৌন্দর্য ব্যাখ্যা করবেন।

     ছিনহাই প্রদেশ উত্তর-পশ্চিম চীনের ছিংহাই-তিব্বত মালভূমির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। ইয়াংশি নদী ও হুয়াংহো নদীর উত্পত্তিস্থান এই ছিংহাই প্রদেশেই। ছিংহাই প্রদেশ হচ্ছে পশ্চিম চীনের মহা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ। ছিংহাই প্রদেশের রাজধানী সিনিং এর অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চল হচ্ছে ছিংহাই প্রদেশের একমাত্র জাতীয় অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চল। গত কয়েক বছরে এখানে বরাবরই ছিংহাই প্রদেশের অর্থনৈতিক উন্নয়নের বৃহত্তম প্রতিনিধিত্বমূলক অঞ্চল। ২২ নভেম্বর অর্থনীতির অগ্রযাত্রা আসরে শুনুন সিনিং অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চল সম্পর্কিত একটি প্রতিবেদন।

    উ সিউ চুনের ব্যাগের মধ্যে এক লাল খাতা আছে। খাতার প্রথম পৃষ্ঠায় লেখা আছে, অন্ধকার দিন শেষ হবে। মানুষের মন শক্ত হতে হবে। ২০০২ সালের ১৪ ডিসেম্বর চিরকালই স্মৃতিতে থাকবে। জিজ্ঞেস করলে জেনেছি, স্বামী জীবিত থাকাকালে আত্মীয়স্বজন বা বন্ধুদের কাছ থেকে যে পরিমাণ টাকাপয়সা ধার নিয়েছিলেন, সে সব ঋণ উ সিউ চুন খাতাটিতে লিপিবদ্ধ করেছেন। স্বামীর পক্ষ থেকে এই সব ঋণ পরিশোধ করবেন বলে তিনি মনে মনে শপথ গ্রহণ করেন। ২৩ নভেম্বর কন্যা জায়া জননী আসরে চুং শাও লি আপনাদের উ সিউ চুনের কাহিনী শোনাবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।