১৯ নভেম্বর ঢাকায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাত্কালে বাংলাদেশে চীনা দূতাবাসের রাষ্ট্রদূত চেং ছিং তিয়ান বলেন, চীন সরকার বাংলাদেশকে ১০ লাখ মার্কিন ডলার ত্রাণসাহায্য দেবে ।
চেং ছিং তিয়ান বলেন, বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে । চীন সরকার ও জনগণ এর জন্য গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, চীন হচ্ছে বাংলাদেশের সুপ্রতিবেশী বন্ধু দেশ । চীন সরকার বাংলাদেশকে এ গুরুতয় সমস্যা মোকাবেলায় সাহায্য দিতে আগ্রহী ।
ইফতেখার আহমেদ চৌধুরী চীনের সাহায্য দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এতে বাংলাদেশের জনগণের সঙ্গেচীন সরকার ও চীনা জনগণের আন্তরিক মৈত্রী প্রতিফলিত হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|