v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-19 21:06:05    
ভিয়েতনাম ও সিঙ্গাপুরের নেতৃবৃন্দের সঙ্গে ওয়েন চিয়া পাওয়ের সাক্ষাত্

cri
    সিঙ্গাপুর সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৯ নভেম্বর পৃথক পৃথকভাবে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে চীনের উন্মুক্তকরণ নীতি সম্পর্কে একটি বক্তৃতা দিয়েছেন।

    ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন চান তুংয়ের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও আশা প্রকাশ করেছেন যে, চীন ও ভিয়েতনামের স্থল সীমান্ত চিহ্নিতকরণের কাজ আরো দ্রুত হবে। স্থিতিশীলভাবে উত্তর উপসাগরের গভীর সমুদ্রের সীমারেখা ও যৌথভাবে উন্নয়ন সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত হবে। "বিবাদ একপাশে সরিয়ে রেখে যৌথ উন্নয়নের" মূল নীতি অনুসারে ভালোভাবে দক্ষিণ সাগর সমস্যা নিষ্পত্তি হবে। নুয়েন চান তুং বলেন, ভিয়েতনাম সময় মতো দু'দেশের স্থল সীমান্ত ভাগাভাগির কাজ সম্পন্ন করতে এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সামুদ্রিক সমস্যা সমাধানের জন্য চীনের সঙ্গে যৌথভাবে চেষ্টা চালাতে ইচ্ছুক।

    এ দিন প্রেসিডেন্ট ভবনে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এস আর নাথানের সঙ্গে ওয়েন চিয়া পাও সাক্ষাত্ করেছেন। ওয়েন চিয়া পাও বলেন, চীন ও সিঙ্গাপুরের সম্পর্কোন্নয়নের ধারা ইতিবাচক। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ফলপ্রসূ। নাথান বলেন, সিঙ্গাপুর আঞ্চলিক সহযোগিতায় চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে চায়। সিঙ্গাপুর ও চীনের সম্পর্ক হচ্ছে দীর্ঘকালীন কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক।

    ১৯ নভেম্বর বিকালে ওয়েন চিয়া পাও সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন। তিনি জোরালো ভাষায় ঘোষণা করেছেন, চীন দৃঢ়ভাবে বৈদেশিক উন্মুক্তকরণ অব্যাহত রাখবে। তিনি বলেন, চীন সরকার চীনে পুঁজি বিনিয়োগকারীদের বৈধ স্বার্থ ও অধিকার রক্ষা করে। চীন বাণিজ্যের ভারসাম্যহীন অসংগতি দূর করার চেষ্টা করবে এবং অব্যাহতভাবে রেনমিনপির বিনিময় ব্যবস্থা সুসম্পন্ন করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)