চীনের নির্মাণ মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মহাপরিচালক লাই মিং ১৯ নভেম্বর পেইচিংয়ে বলেছেন , ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত একাদশ পাঁচশালা পরিকল্পনার অধীনে নির্মাণকাজে ১১ কোটি টন কয়লা সাশ্রয়ের লক্ষ্যে চীন সরকার নানা ধরণের পদক্ষেপ নিচ্ছে ।
লাই মিং বলেন , চীনের নির্মাণ মন্ত্রণালয় এ বছর সরকারী প্রতিষ্ঠানের অফিস-ভবন এবং বৃহত গণ ইমারতগুলো নির্মাণকাজে সাশ্রয়ের ওপর তত্ত্বাবধান জোরদার করেছে এবং নবায়ণযোগ্য জ্বালানী ব্যবহার জনপ্রিয় করে তুলছে । ।
জানা গেছে , প্রতি বছর চীনে নব-নির্মিত দালান-কোঠার আয়তন ২ বিলিয়ন বর্গমিটারের কাছাকাছি । নির্মাণকাজে জ্বালানী ক্ষয় এখন চীনের মোট জ্বালানী ক্ষয়ের ৩০ শতাংশ । তাই এ ক্ষেত্রে জ্বালানী সাশ্রয়ের বিরাট সম্ভাবনা রয়েছে ।
|