১৮ নভেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দু'জন উচ্চপদস্থ সহযোগী আসন্ন আন্তর্জাতিক মধ্য-প্রাচ্য শান্তি সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য ওয়াশিংটন গেছেন ।
আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ ১৮ নভেম্বর রামাল্লায় বলেন, আব্বাসের দু'জন উচ্চপদস্থ সহযোগী ইয়াসের আবেদ রাব্বো এবং আকরাম হানিয়া এদিন ওয়াশিংটনে পৌঁছেছেন এবং আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন। এখন তাঁরা আন্তর্জাতিক মধ্য-প্রাচ্য শান্তি সম্মেলনের জন্য যৌথ বিবৃতি প্রণয়নের কাজ করছেন । সংবাদমাধ্যমগুলো মনে করে, আব্বাসের পক্ষ থেকে তাঁদেরকে যুক্তরাষ্ট্রে আরব লীগ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নিতে পাঠানোর লক্ষ্য হলো শান্তি সম্মেলনের আগে ইসরাইলের সঙ্গে কয়েকটি ইস্যুতে মতভেদ কমানো এবং আরও বেশি আরব দেশের সম্মেলনে অংশ নিতে রাজি করানো।
(ছাও ইয়ান হুয়া)
|