v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-19 20:45:18    
এইডস প্রতিরোধে চীন ও বিশ্বব্যাপী তহবিলের সহযোগিতা

cri

    সম্প্রতিচীনের স্বাস্থ্য মন্ত্রণালয়এবং বিশ্বএইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধতহবিলের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চুক্তি অনুযায়ী পরবর্তী ৫ বছরে বিশ্ব প্রতিরোধ তহবিল চীনকে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সাহায্য দেবে । চীনে এইডস প্রতিরোধে অংশ নেয়া বেসরকারী সংস্থাগুলোকে উত্সাহিত করতে এ অর্থকাজে লাগানো হবে । এখন পর্যন্ত চীন বিশ্ব প্রতিরোধতহবিলেরসঙ্গে মোট ১০টি প্রকল্পে সহযোগিতা করছে ।

    বিশ্ব এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধ তহবিল সংস্থা২০০২ সালে প্রতিষ্ঠিত হয় । এর উদ্দেশ্য হল, মানবজাতির ওপর সবচেয়ে বেশি হুমকি সৃষ্টিকারীএইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়া এই তিনটি সংক্রামক রোগ প্রতিরোধ করা । বর্তমানে বিশ্বতহবিল বিভিন্ন দেশের সরকার , ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থাগুলোর কাছ থেকে প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার অনুদান সংগ্রহ করেছে । এর মধ্যে চীন সরকারের দেয়া এক কোটি মার্কিন ডলার রয়েছে ।

    চীন ও বিশ্বতহবিলেরসহযোগিতা চুক্তি চীনের এইডস প্রতিরোধেবেসরকারী সংস্থাগুলোকে অংশ নেয়ার জন্যআর্থিক সাহায্য দেবে । চীনের স্বাস্থ্য উপমন্ত্রী     হুয়াং   চিয়েফু বলেন , এইডস প্রতিরোধে প্রচার , তথ্য সংগ্রহ সহ নানা ক্ষেত্রেবেসরকারী সংস্থার অবদান অনেক জোরালো। এবারের সহযোগিতা এইডস প্রতিরোধে বেসরকারী সংস্থার আরও বেশি ভূমিকা পালনে সহায়ক হবে । তিনি বলেন,আমরা আশা করি , প্রকল্পটি কার্যকরভাবে বেসরকারী সংস্থাগুলোকে এইডস প্রতিরোধে অংশ নিতে , তাদের বৈশিষ্ট্যপূর্ণগুণগতমান কাজে লাগাতে এবং চীনের এইডস প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে উত্সাহ দিতে পারবে ।

    এইডস , যক্ষ্মা ও ম্যালেরিয়া এই তিনটি হুমকী সৃষ্টিকারীসংক্রামক রোগ বিশ্বব্যাপী অর্থনীতি উন্নয়নের প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তার করছে । লোকসংখ্যার দিক থেকে বৃহত্তমউন্নয়নশীল দেশ হিসেবে চীনও এই তিনটি সংক্রামক রোগের হুমকি মোকাবেলা করছে ।

    বিশ্ব তহবিলটি সংগৃহীত অর্থ সবচেয়ে প্রয়োজনীয় দেশ ও অঞ্চলে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে কাজে লাগানোর চেষ্টা করে আসছে । পক্ষান্তরে চীন ও বিশ্ব তহবিল নিবিড়ভাবে সহযোগিতা করছে । এ সম্পর্কে বিশ্ব তহবিলের প্রধান মিচেল কাজাচকাইন বলেন , চীন বিশ্বতহবিলের বৃহত্তম অংশীদারগুলোরমধ্যে অন্যতম । বিশ্বতহবিল যে দেশগুলোতে সবচেয়ে বেশি অর্থবিনিয়োগ করেছে সেগুলোর মধ্যে চীনের স্থানদ্বিতীয় । বিশ্বতহবিল ও চীনের সহযোগিতায় চালানো ১০টি প্রকল্প চীনের ৩১টি প্রদেশ ও কেন্দ্র শাসিত মহা নগরে ছড়িয়ে রয়েছে । প্রকল্পগুলোতে মোট ৪২.৪ কোটি মার্কিন ডলার কাজে লাগানো হবে ।

   কাজাচকাইন বলেন , বিশ্বতহবিল বিশ্বের ১৩৬টি দেশের সঙ্গে সহযোগিতা করছে । নিয়ম অনুযায়ী সাহায্যপ্রাপ্ত যে সব দেশ তাদের কার্যকরিতা প্রমাণকরতে পারে তারাই বিশ্ব তহবিলের নতুন সাহায্য পাবে । ২০০৪ সালে প্রথমবার সাহায্য পাওয়ার পর চীন অব্যাহতভাবে বিশ্বতহবিলের সঙ্গে সহযোগিতা করে নতুন প্রকল্প চালিয়ে আসছে । এ থেকে প্রমাণিত হয়েছে যে, এইডস সহ নানা সংক্রামক রোগ প্রতিরোধে চীন সাফল্য অর্জন করেছে । তিনি বলেন , আমরা চীনের সহযোগিতামূলক প্রকল্পের প্রশংসা করি । চীনের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে । বিশ্ব তহবিল চীনে সবচেয়ে বেশি অর্থবিনিয়োগ করেছে । অন্যদিকে যে সব দেশ সবচেয়ে বেশি সফল হয়েছে চীন সেগুলোর মধ্যে অন্যতম ।

    এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে চীন সরকার যে অক্লান্ত চেষ্টাচালিয়ে যাচ্ছে কাজাচকাইন তার ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন , বিশ্বতহবিল চীন সরকারের সঙ্গে আরও সহযোগিতা করতে এবং যৌথভাবে বিশ্বেএইডস , যক্ষ্মা ও ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার প্রবণতা রোধ করার প্রচেষ্টা চালাতে ইচ্ছুক । ---চুং শাওলি