সিঙ্গাপুর সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৯ নভেম্বর ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন চান তুং ও সিঙ্গাপুরের তিনজন নেতার সঙ্গে সাক্ষাত্ করেছেন।
নুয়েন চান তুং-এর সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও চীন ও ভিয়েতনামের সীমানা চিহ্নিতকরণ প্রক্রিয়া দ্রুততর করা, বেইবু উপসাগরে যৌথ অনুসন্ধান করার আলোচনা ত্বরান্বিত করা, নানহাই সাগর সমস্যা ভালোভাবে সমাধান করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। নুয়েন চান তুং বলেছেন, ভিয়েতনাম চীনের সঙ্গে দু'দেশের সীমানা চিহ্নিতকরণ প্রক্রিয়া যথাসময় সম্পন্ন করতে এবং বন্ধুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে সাগরের সমস্যা সমাধান করতে ইচ্ছুক।
এদিন ওয়েন চিয়া পাও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এসরা আথান, প্রবীন রাজনৈতিক উপদেষ্টা কোহ ছোক টোং এবং মন্ত্রী সভা প্রবীন উপদেষ্টা লি কুয়ান ইয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন আরো ত্বরান্বিত করা, দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেছেন।(লিলু)
|