আসিয়ান বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে খসড়া " আসিয়ান সংবিধান" প্রস্তাব গৃহীত হয়েছে। এ প্রস্তাব ২০ নভেম্বর আসিয়ান শীর্ষ সম্মেলনে পর্যালোচনা করা হবে।
এ খসড়া প্রস্তাব অনুযায়ী, আসিয়ানের বিভিন্ন সদস্য দেশ তাদের প্রশাসনের মান উন্নত করতে গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠা জোরদার করবে ।
সম্মেলনে সিংঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী জর্জ ইয়ো বলেন, এবারের আসিয়ান শীর্ষ সম্মেলনে " আসিয়ান সংবিধান" স্বাক্ষর করার অর্থ হচ্ছে জোটের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে সামনে এগিয়ে নেওয়া। যা এ অঞ্চলের একীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সহায়ক হবে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামিদ আলবার মনে করেন, এ সংবিধান আসিয়ান প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উদযাপনের জন্য একটি ভালো বিষয়ে পরিণত হবে।--ওয়াং হাইমান
|