পশ্চিম ও মধ্য চীনের ১০ হাজার পেশাজীবীকে সহায়তার লক্ষ্যে এক কার্যক্রম ১৯ নভেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন সংক্রান্ত কার্যালয় ও চীনের বিদেশে অধ্যয়ণ করা ছাত্রছাত্রী উন্নয়ন তহবিল সংস্থার যৌথ উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয় । এ কার্যক্রমের অধীনে পশ্চিম ও মধ্য চীনের নিম্ন মাধ্যমিক স্কুলগুলোর দরিদ্র ছাত্রছাত্রীদেরকে ১ থেকে ৩ বছর পর্যন্ত বিনা খরচে পেশাগত প্রশিক্ষণ দেয়া হবে । তারপর তাদেরকে বিদেশী পুঁজি ও বিদেশে অধ্যয়ণের পর ফিরে আসা ছাত্রছাত্রীদের পুঁজিতে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানে কাজ করার জন্যে সুপারিশ করা হবে । তাদের মধ্যে যারা কৃতী ছাত্র , তাদেরকে আরো লেখাপড়ার জন্যে বিদেশে যাওয়ার সুযোগ দেয়া হবে ।
উল্লেখ্য যে , এখন চীন সরকার প্রতি বছর দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্যে ৫০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করে থাকে । প্রতি বছর ২ কোটি ছাত্রছাত্রী এ থেকে লাভবান হচ্ছে । সাহায্যপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশই পেশাগত মাধ্যমিক স্কুলের ছাত্র ।
|