চীনের জাতীয় মহাকাশ ব্যুরোর সর্বশেষ তথ্য থেকে জানা গেছে , ১৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত চীনের ছাং ও -১ উপগ্রহ ১৩৫বার চাঁদের কক্ষপথে ঘুরেছে । বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা থেকে দেখা গেছে , উপগ্রহটি এখন স্বাভাবিকভাবে কাজ করছে ।
এদিন চীনের জাতীয় মহাকাশ ব্যুরোর মুখপাত্র ফেই চাও ইয়ু পেইচিংয়ে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , ৭ নভেম্বর চাঁদের কক্ষপথে প্রবেশের পর এ পর্যন্ত উপগ্রহটি বেশ কয়েকটি অনুসন্ধান ও নিয়ন্ত্রণমূলক পরীক্ষা চালিয়েছে ।
পরিকল্পনা অনুসারে উপগ্রহটি আগামীকাল সন্ধ্যা থেকে ধাপে ধাপে বৈজ্ঞানিক যন্ত্র খুলতে শুরু করবে। এ মাসের শেষদিকে উপগ্রহটি চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পৃথিবীতে পাঠাবে বলে আশা করা হচ্ছে ।
|