১৮ নভেম্বর সকালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও পেইচিং থেকে বিশেষ বিমান যোগে সিংগাপুর পৌঁছেছেন । সাখানে তিনি ১১তম আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ সম্মেলন, ১১তম চীন-আসিয়ান নেতৃবৃন্দ সম্মেলন, তৃতীয় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং অষ্টম চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেবেন ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়েন চিয়াপাও'এর সিংগাপুর সফরের লক্ষ্য হবে দু'দেশের বন্ধুত্বপূর্ণ কল্যাণমূলক সহযোগিতার নতুন অগ্রগতি ত্বরান্বিত করা । পূর্ব এশিয়ার নেতৃবৃন্দের ধারাবাহিক সম্মেলনে অংশ নেয়ার উদ্দেশ্য হবে চীন ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও রাজনৈতিক আস্থা ত্বরান্বিত করা, পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং পূর্ব এশিয়ার দেশগুলোর সুষম , সম্মিলিত ও টেকসই উন্নয়ন অব্যাহত রাখা ।
(ছাও ইয়ান হুয়া)
|