|
১৭ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ধর্মীয় সংঘর্ষে ৪৫জন নিহত হয়েছে ।
এদিন পাকিস্তানের জাতীয় টেলিভিশনের এক খবরে জানা গেছে, ১৬ নভেম্বর এক দল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি সংখ্যালঘু কুররাম জাতি অঞ্চলে আকস্মিকভাবে লোকদের ওপর হামলা চালায় এবং পরে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় । জানা গেছে, দু'পক্ষ হচ্ছে সুন্নী এবং শিয়া সম্প্রদায়ভুক্ত । লড়াইয়ে দু'পক্ষ ভারী অস্ত্র শস্ত্র ব্যবহার করে । এতে কমপক্ষে ২৫জন নিহত হয়েছে । ১৭ নভেম্বরের সর্বশেষ খবরে জানা গেছে, নিহতদের সংখ্যা ৪৫ ।
(ছাও ইয়ান হুয়া)
|