তৃতীয় ওপেক শীর্ষ সম্মেলন ১৮ নভেম্বর ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে । লিবিয়া ও ইন্দোনেশিয়া বাদে ওপেকের অন্য সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন । দুদিনব্যাপী এ সম্মেলনে তারা পরিবেশ সংরক্ষণ , জ্বালানী ও টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তেল সরবরাহ নিয়ে আলোচনা করবেন ।
এবারের সম্মেলনের চেয়ারম্যান দেশ সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল-সউদ তার ভাষণে বলেন , প্রতিষ্ঠার পর ৫০ বছর ধরে ওপেক সবসময় এ সংস্থার সদস্য দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা করে আসছে এবং আন্তর্জাতিক জ্বালানী বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ করে আসছে । তিনি ওপেকের সদস্য দেশগুলো ও বিশ্বের অন্য দেশগুলোকে তাদের সহযোগিতা জোরদার করে সারা পৃথিবীর পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালানোর তাগিদ দেন । । তিনি এও আশা করেন যে , তারা বিশ্বের ক্রমবর্ধমান তেলের চাহিদা পরিপূর্ণভাবে মেটানোর পাশাপাশি বিশ্ব পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাবে ।
|