চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের স্থানীয় অর্থনীতি বিভাগের মহাপরিচালক ফান হেং শান বলেছেন , মধ্য চীনের দ্রুত উন্নয়নের লক্ষ্যে চীন সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে ।
হাং চৌ শহরে অনুষ্ঠিত চীনের উন্নয়ন ও সংস্কার কমিশনগুলোর স্থানীয় অর্থনীতি সংক্রান্ত এক কর্মসম্মেলনে ফান হেং শান আরো বলেন , মধ্য চীনের দ্রুত উন্নয়নের উদ্যোগ হচ্ছে চীনের বিভিন্ন অঞ্চলের সামঞ্জস্যপূর্ণ বিকাশের সামগ্রিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ । জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন বিভিন্ন বিভাগের সংগে সমন্বয় করে মধ্য চীনের বড় বড় প্রকল্পের নির্মাণ , অর্থনৈতিক কাঠামোর পুনর্বিন্যাস ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে তার সমর্থন জোরদার করবে , এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অবস্থা বিশ্লেষণ করবে এবং মধ্য চীনের দ্রুত উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট নীতি প্রণয়ন করবে ।
|