বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে দীর্ঘকালীন কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনকে চীন স্বাগত জানায়।
১৭ নভেম্বর অনুষ্ঠিত দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকের গোল টেবিল উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ছুন ছুয়েন এ কথা বলেছেন।
ছুন ছুয়েন বলেন, বহুজাতিক কোম্পানির সঙ্গে সহযোগিতা গভীরতর করার প্রক্রিয়ায় চীন আশা করে, বহুজাতিক কোম্পানিগুলো সক্রিয়ভাবে চীনের উন্নয়ন ও নির্মাণকাজে অংশ নেবে এবং প্রযুক্তির উদ্ভাবন, সেবা প্রকল্পের ঠিকাদারী ও পণ্যের গুণগত মান ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। তিনি আশা করেন, শিল্প প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলো আদর্শ ভূমিকা পালন করবে।
গত বছর পর্যন্ত চীনে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি পুঁজি বিনিয়োগ হয়েছে। বিশ্বের ৫০০টি সেরা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৪৮০টি কোম্পানি চীনে পুঁজি বিনিয়োগ করেছে। বহুজাতিক কোম্পানিগুলো চীনে প্রায় ১০০০টি গবেষণা সংস্থা স্থাপন করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|