১৬ নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষী বিষয়ক উপ-মহাসচিব জাঁ মেরি গুয়েহেননো বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে চীনের ভুমিকার প্রশংসা করেছেন ।
পেইচিংয়ে অনুষ্ঠেয় চীন-আসিয়ান শান্তিরক্ষা মিশন ফোরামে অংশ নেয়ার আগে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব শান্তিরক্ষা চীনের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এশিয়ার লেবাবন, দক্ষিণ আমেরিকার হাইতি এবং আফ্রিকার নানা অঞ্চলে চীনের শান্তিরক্ষী কর্মী রয়েছে । তিনি চীনা শান্তিরক্ষী কর্মীদের কাজের প্রশংসা করেন । তিনি বলেন, কঙ্গোর কিনসাসায় তিনি চীনা শান্তিরক্ষী কর্মীদের চমত্কার তত্পরতা দেখেছেন ।
তিনি আশা করেন , জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে চীন আরও বেশি ভুমিকা পালন করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|