১৬ নভেম্বর পাকিস্তানে মার্কিন দূতাবাস বলেছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন ডি নিগ্রোপন্টে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তার সফর শুরু করেছেন ।তিনি জেনারেল পারভেজ মুশাররফসহ অন্যান্য নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন । ইতোমধ্যেই বেনজির ভুট্টোর সঙ্গে নিগ্রোপন্টের টেলিফোনে আলাপ হয়েছে ।
৩ নভেম্বর পাকিস্তান প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারি করার পর তিনি হলেন পাকিস্তান সফরে আসা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা । পাকিস্তান সংবাদমাধ্যম মনে করে, সফরের সময় তিনি মার্কিন সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাবেন এবং মুশাররফ ও বেনজির ভুট্টোর সঙ্গো পুনরায় সংলাপ করার আহ্বান জানাবেন ।
এদিন নিগ্রোপন্টের সফরের প্রাক্কালে বেনজির ভুট্টোকে লাহোরে গৃহবন্দীত্ব মুক্তি দেওয়া হয়েছে । মুক্তির পর তিনি লাহোরে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন । তিনি বলেন, শপথ নেওয়া নতুন তত্ত্বাবধায়ক সরকারকে তিনি অনুমোদন করেন না এবং মুশাররফের সঙ্গে সংলাপও করবেন না ।
(ছাও ইয়ান হুয়া)
|