ফরাসী সাবেক প্রধানমন্ত্রী দোমিনিক দ্যা ভিলেপিন সম্প্রতি বলেছেন , ইরাকে মোতায়েন বিদেশী বাহিনী ইরাক থেকে সৈন্য প্রত্যাহার বিষয়ক সময়সূচী প্রকাশ না করলে ইরাকের বিশৃঙ্খল পরিস্থিতির অবসান হবে না । ১৫ নভেম্বর আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের এক খবরে এ কথা জানানো হয়েছে ।
তিনি বলেন , ইংগ-মার্কিন বাহিনী ইরাক দখল করার পর পুনর্গঠনের কাজ মন্থর রয়েছে । এ ছাড়াও ইরাকের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেকার বিরোধ তীব্র হয়ে উঠেছে এবং ইরাক ক্রমাগত অভ্যন্তরীণ সংঘর্ষে পড়েছে । বর্তমানে ইরাকের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ।
তিনি বলেন , ইরাক সমস্যা সমাধান করতে হলে একটি ঐক্যবদ্ধ ইরাক সরকার গঠন করতে হবে , বিভিন্ন দলের মধ্যেকার প্রকৃত সমঝোতা বাস্তবায়ন করতে হবে এবং বিদেশী বাহিনীকে ইরাক থেকে পুরোপরি সরে যেতে হবে । (থান ইয়াও খাং)
|