সাম্প্রতিক বছরগুলোতে চীনের তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের দুর্যোগপূর্ণ আবহাওয়ার তত্ত্বাবধান ও আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে দুর্যোগকালীণ আবহাওয়ার তত্ত্বাবধান ও আগাম সতর্কতা ক্ষেত্রে অনেক সাফল্য অর্জিত হয়েছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আবহাওয়া ব্যুরোর মহা-পরিচালক সোং শানইয়ুন বলেছেন, বর্তমানে তিব্বতের আবহাওয়া বিভাগ আবহাওয়ার পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পন্ন করার ফলে আবহাওয়ার তত্ত্বাবধান ও আগাম সতর্কতা ক্ষেত্রে সেবা প্রদানের ক্ষমতা অনেক বেড়েছে।
তিনি আরো বলেন, আবহাওয়া বিভাগ টিভি, বেতার, মোবাইল ফোনের মেসেজ ও ইন্টারনেটসহ বিভিন্ন উপায়ে সরকার ও জনগণকে কার্যকর আবহাওয়া সম্পর্কিত সুষ্ঠু সেবামূলক তথ্য সরবরাহ করছে। তা কৃষি ও পশু পালন , প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবহণ এবং পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। (লিলি)
|