ইরানের আই আর এন এ' বার্তা সংস্থার ১৫ নভেম্বরের খবরে জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এ দিন বলেছেন, আই এ ই এ'র মহা পরিচালক মোহাম্মেদ মুস্তাফা আল বারাদেই'র উপত্থাপিত ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত রিপোর্টে 'ইরান পরমাণু তৈরী করছে না' প্রমাণিত হয়েছে।
ইরানের শীর্ষ পরমাণু আলোচনা প্রতিনিধি সায়িদ জালিলি এ দিন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর শাস্তি আরোপ সংক্রান্ত নতুন কোন সিদ্ধান্ত গৃহীত হবে না। কারণ রিপোর্টে 'ইরানের বিরুদ্ধে যে অভিযোগ, তা ভিত্তিহীন' প্রমাণিত হয়েছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উভয়ে বলেছে, তারা অব্যাহতভাবে ইরানের ওপর শাস্তি আরোপ ত্বরান্বিত করবে। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো এ দিন বলেছেন, রিপোর্টে দেখা গেছে, ইরান তার পরমাণু সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করতে অনিচ্ছুক। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ দিন এক বিবৃতিতে বলেছেন, ইরান পরমাণু কর্মসূচীর কাজ এখনো বন্ধ করে নি। ব্রিটেন নিরাপত্তা পরিষদ ও ইইউ'কে ইরানের ওপর শাস্তি আরোপ ত্বরান্বিত করতে বলবে। (খোং চিয়া চিয়া)
|