১৬ নভেম্বর চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি জানিয়েছে , চীন নিজস্ব মেধাস্বত্বসম্পন্ন প্রথম ১২ হাজার মিটার গভীর কুয়ো খনন যন্ত্র তৈরী করতে সক্ষম হয়েছে ।
জানা গেছে , এ খনন যন্ত্র হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত গভীর কুয়োর তেল খনন যন্ত্র । এর আগে গত শতাব্দীর আশির দশকে যুক্তরাষ্ট্রে এত গভীর কুয়ো খনন যন্ত্র ছিল । বিশেষজ্ঞদের ধারণা , সাফল্যজনকভাবে ১২ হাজার মিটার নীচের তেল খনন যন্ত্র তৈরী চীনের স্থল ও সামুদ্রিক তেল ও গ্যাস উদ্ধারের মানকে এক নতুন পর্যায় উন্নীত করেছে এবং আন্তর্জাতিক বাজারে চীনের প্রতিদ্বন্দ্বিতার শক্তি অনেক বাড়িয়েছে ।
জানা গেছে , এ নতুন খনন যন্ত্র দক্ষিণ- পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের ফুকুয়ান প্রাকৃতিক গ্যাস অঞ্চলের ৮৮৭৫ মিটার গভীর কুয়ো খননে ব্যবহার করা হবে ।
|