জাতিসংঘ, ও আই সি ও ইসেস্কোর যৌথ উদ্যোগে সন্ত্রাস দমন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন ১৫ নভেম্বর তিউনিসিয়ায় শুরু হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কিমুনসহ ৪০টি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধি এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিজ্ঞান ক্ষেত্রের ১২০জন এবারের সম্মেলনে অংশ নিয়েছেন।
তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বিন আলী উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর ভাষণে বলেছেন, সন্ত্রাস দমনের জন্য শুধুমাত্র নিরাপত্তা জোরদারের উপর নির্ভর করা উচিত নয়। একে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির সম্প্রসারণ, নারীর অবস্থানের উন্নতি এবং দারিদ্র্যতা নির্মূল করার মাধ্যমে সন্ত্রাসের মূল কারণ দূর করা উচিত। তিনি আশা করেন, এবারের সম্মেলনে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ব্যাপারে সবাই একমত হবেন।
তিন দিনব্যাপী এবারের সম্মেলনে সন্ত্রাস দমন সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে, বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে সংলাপ জোরদার করা, বিভিন্ন দেশের মিলিতভাবে সন্ত্রাস ও চরমপন্থীদের দমন করা, সন্ত্রাসী হামলার প্রতিরোধ এবং চরমপন্থী, জাতিগত বিরোধ ও সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সংস্থার ভূমিকা। (লিলি)
|