|
পেইচিংয়ের জাদুঘরগুলোর দশ হাজার কর্মীর প্রশিক্ষণ চলছে
cri
|
অলিম্পিক গেমস চলাকালে সারা বিশ্বের জন্য পেইচিং তথা চীনের সংস্কৃতি দেখানোর জন্য পেইচিংয়ের ১৪০টি জাদুঘরের প্রায় দশ হাজার কর্মীদের প্রশিক্ষণের কাজ আগামী বছরের জুন মাসের আগে সম্পন্ন হবে । জানা গেছে , পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানের আগে সহজ ইংরেজী ও সাইন ভাষার পকেট -বই জাদুঘরের কর্মীদের হাতে দেয়া হবে । চীনের রাজধানী জাদুঘরে ১১টি ভাষায় দশর্কদের ব্যাখ্যা করার ব্যবস্থা রয়েছে । অন্যান্য জাদুঘরে কমপক্ষে তিন থেকে চারটি ভাষার ব্যবস্থা থাকতে হবে । জাদুঘরগুলোতে সাধারণতঃ গাইডরা চীনা , ইংরেজী , জাপানী , ফরাসী , দক্ষিণ কোরিয় ও আরবী ভাষায় দর্শকদের ব্যাখ্যা করেন ।
|
|