আফগানিস্তানের আয়তন ৬.৫২৩ লাখ বর্গকিলোমিটার। দেশটি পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সঙ্গে সংলগ্ন। তার উত্তর দিকে তুর্কমেনিস্তান,উজবেকিস্তান এবং তাজিকিস্তান। পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে পাকিস্তানের সঙ্গে সংলগ্ন। পশ্চিম দিকে ইরান। রাজধানি কাবুল।
আফগানিস্তান হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। দেশটির খনিজ সম্পদ প্রচুর। বিশ্বের ১৪টি দেশের মোট ১৮০টিরও বেশি কোম্পানি বা পর্যটন শিল্পপ্রতিষ্ঠান এ সম্মেলনে অংশ নিয়েছে। জানা গেছে, প্রত্যেক বছরে দেশটির হাজার হাজার ভ্রমণকারীদের মধ্যে মোট২৮ শতাংশ লোকেরা এখানে পর্বতে আরোহণ করা। তা আফগানিস্তান পর্যটন শিল্প উন্নয়নের জন্যে অনেক সহায়ক হবে।
তার প্রধান কৃষিজাত পণ্য হচ্ছে ধান, ভূট্টা, গম, আখ, শর্ষে বীজ, পাট, তামাক ইত্যাদি। দেশটির শিল্পের বুনিয়াদ দুর্বল।
১৯৫৫ সালের ২০ জানুয়ারী মাসে চীন ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় । এর পর থেকেই দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। বর্তমানে আফগানিস্তান হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে চীনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ।
২০০৫ সালে চীন ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল মোট ৪.৫ কোটি মার্কিন ডলার। যা গতবছরের তুলনায় ১৬.৯ শতাংশ বেশী। ২০০৬ সালের ১৮ থেকে ২১ জুন পর্যন্ত দু'দেশের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে " চীন ও আফগানিস্তানের সুপ্রতিবেশী বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি" স্বাক্ষর করেন। একই সঙ্গে চীন ও আফগানিস্তানের যৌথ বিবৃতি প্রকাশ করে।
|